বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতিতে ৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত, ক্ষুব্ধ জাহ্নবী

ফিফা বিশ্বকাপ ২০৩০ আয়োজনকে কেন্দ্র করে মরক্কো সরকার রাস্তাঘাট পরিষ্কার রাখতে ৩০ লাখ পথকুকুর হত্যার সিদ্ধান্ত নিয়েছে, এমন খবর সামনে আসতেই বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই প্রতিবাদে শামিল হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জাহ্নবী লিখেছেন, এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের এত পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চান আপনারা? এ তো একেবারে অপরাধীদের কাজ!

এভাবেই নৃশংস এই পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মরক্কো। এ উপলক্ষে দেশের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাস্তা পরিষ্কার অভিযানে নেমেছে দেশটির প্রশাসন। আর এই অভিযানের অংশ হিসেবেই তিন মিলিয়ন কুকুরকে নির্মূল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরো পড়ুন : কার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, জানালেন সালমান খান

এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও প্রাণী সুরক্ষা সংগঠনগুলো বলছে, এটাই প্রথমবার নয়, এর আগেও মরক্কো সরকার কুকুর নিধনে বিষ প্রয়োগ, গুলি, এমনকি পিটিয়ে হত্যার মতো নৃশংস পন্থা অবলম্বন করেছে। এবার বিশ্বকাপের মতো গ্লোবাল ইভেন্টের আড়ালে সেই নিষ্ঠুরতা আরো ভয়াবহ রূপ নিচ্ছে।

সমালোচকরা প্রশ্ন তুলেছেন, কুকুরদের পুনর্বাসন, টিকা প্রদান কিংবা বন্ধ্যাকরণ না করে কেন সরাসরি হত্যা?

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। অনেকেই বলছেন, বিশ্বকাপের প্রস্তুতির নামে এমন গণহত্যার পরিকল্পনা সভ্যতার জন্য লজ্জাজনক, এবং মরক্কোর ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টাই বরং মানবতার কলঙ্কে পরিণত হচ্ছে। এটা শুধু পশু নির্যাতনই নয়, মানবাধিকার লঙ্ঘনের চিত্রও।