গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ১০ ভারতীয় সিনেমা
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৫ সালে ভারতীয় চলচ্চিত্র শিল্পে মুক্তি পেয়েছে বহু সিনেমা। কিছু ছবি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে ছিল, আবার কয়েকটি দর্শকের মুখে–মুখে ছড়িয়ে পড়ে হিট হয়েছে। গুগল ইন্ডিয়ার সার্চ ট্রেন্ড অনুযায়ী চলতি বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে ১০টি ভারতীয় সিনেমা— তার তালিকা থাকলো পর্যায়ক্রমে।
মোহিত সুরির পরিচালনায় চলতি বছরের ১৮ জুলাই মুক্তি পায় সংগীতনির্ভর রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনিত পাড্ডার অভিষেকে মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্লকবাস্টার হিট হয়ে বিশ্বব্যাপী আয় করে ৫৭০.৩৩ কোটি রুপি ব্যবসা করে। এই সিনেমাটি এ বছর সবচেয়ে বেশী মানুষ গুগলে সার্চ করেছে!
রিষভ শেঠির চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয়ে নির্মিত এই কন্নড় ছবি মুক্তি পায় ২ অক্টোবর। সর্বকালের অন্যতম ব্লকবাস্টার ছবিটি বিশ্বজুড়ে আয় করে ৮৫২.০৬ কোটি রুপি। সাইয়ারার পর এই সিনেমাটি খুঁজতেই গুগলে সবচেয়ে বেশী মানুষ সার্চ করেছে!
গুগল সার্চে তালিকার তিন নম্বরে আছে লোকেশ কানাগরাজ পরিচালিত এই তামিল অ্যাকশন ড্রামা। যা মুক্তি পায় ১৪ আগস্ট। রজনীকান্ত, নাগার্জুনা আক্কিনেনি ও সৌবিন শাহির অভিনীত ছবিটি বিশ্বব্যাপী ব্যবসা করে ৫১৮ কোটি রুপি।
২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল। অয়ন মুখার্জির পরিচালিত এই ছবি ১৪ আগস্ট মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হয়। বিশ্বব্যাপী আয় করে ৩৬৪.৩৫ কোটি! তবু গুগল সার্চে এই সিনেমাটির অবস্থান চার নম্বরে!
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই রোমান্টিক ড্রামাটি পুনরায় মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ। হর্ষবর্ধন রানে ও মাওরা হোকানের অভিনীত ছবিটি রি-রিলিজের পরও নতুন করে জনপ্রিয়তা পেয়ে ৫০ কোটির বেশি আয় করে! এই সিনেমাটির নাম দিয়ে গুগলে খুঁজতে ভিড় করে দর্শক!
হানিফ অধেনি পরিচালিত মালায়ালাম অ্যাকশন ড্রামা ‘মার্কো’ মুক্তি পায় ২০২৪ সালের ২০ ডিসেম্বর । উণ্ণিকৃষ্ণন অভিনীত এই সুপারহিট ছবিটির আয় ১০২ কোটির বেশি। হিট হওয়া এই সিনেমাটি খুঁজতেও এই বছর বহু মানুষ গুগলে সার্চ করে!
তারুণ মনসুখানি পরিচালিত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। ৬ জুন ২০২৫ মুক্তিপ্রাপ্ত ছবিটি গড়পড়তা সাড়া পেলেও বিশ্বব্যাপী আয় করে ২৮৮.৬৭ কোটি রুপি। মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। গুগল সার্চে এই ছবির অবস্থান ৭ নম্বরে!
তালিকার ৮ নম্বরে আছে এস. শংকর পরিচালিত তেলুগু রাজনৈতিক–অ্যাকশন থ্রিলার ‘গেম চেঞ্জার’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রাম চরণ। ১০ জানুয়ারি ২০২৫ মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ভরাডুবি করে; আয় মাত্র ১৮৬.২৮ কোটি রুপি। তবে ছবিটি নিয়ে দর্শকের যে আগ্রহ ছিলো সেটা সার্চেই বোঝা যায়!
অরতি কাদাভ পরিচালিত এই ড্রামা ফিল্মটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ এ মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি ২০২৫। অভিনয়ে ছিলেন সান্যা মালহোত্রা, নিশান্ত দাহিয়া ও কানওয়ালজিৎ সিং। ডিজিটাল মাধ্যমে ছবিটি ব্যাপক আলোচনায় আসে। গুগল সার্চেও জায়গা করে নেয় সিনেমাটি!
অশ্বিন কুমার পরিচালিত এই অ্যানিমেটেড পৌরাণিক ছবি মুক্তি পায় ২৫ জুলাই ২০২৫। বিষ্ণুর নরসিংহ অবতারের গল্পনির্ভর ছবিটি বিশাল হিট হয়ে ৩২৬.৮২ কোটি রুপি বিশ্বব্যাপী আয় করে। গুগল সার্চে এ বছর ১০ নম্বরে জায়গা করে নেয় সিনেমাটি।