ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সিনেমা বা সেলিব্রিটি জীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ নন। সামাজিক ও মানবিক ইস্যুতেও তিনি সরব। এর সাম্প্রতিক উদাহরণ ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় বিক্ষোভে তার অংশ গ্রহণ!

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এই বিক্ষোভে সরাসরি অংশ নিয়ে ফিলিস্তিনের পক্ষে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন স্বরা ভাস্কর।

বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে স্বরা বলেন, “তারা (ফিলিস্তিনি জনগণ) কেবল বেঁচে থাকার চেষ্টা করছে।” তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলি সরকার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে মুছে ফেলতে চায়।

স্বরা মনে করিয়ে দেন, এই সংঘাতের শুরু হামাসের আক্রমণ দিয়ে নয়। তার ভাষায়, বিশ্ব যদি হামাস কর্তৃক ইসরায়েল জিম্মিদের প্রসঙ্গ তোলে, তবে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানির কথাও বলা উচিত।

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “তারা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে।” এর পাশাপাশি তিনি তার এক্স (টুইটার) বায়োতে যুক্ত করেছেন ‘ফ্রি ফিলিস্তিন’। তবে এই অবস্থান নিতে গিয়ে ভারতেই তাকে নানাভাবে ট্রোলের শিকার হতে হচ্ছে বলেও জানান। এমনকি ইনস্টাগ্রামে তার ফলোয়ারও কমছে দ্রুতগতিতে!

এদিকে, বিশ্ব খাদ্য সংকট নিরসনে শীর্ষ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এক ভয়ঙ্কর সতর্কতা জারি করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে— যেখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে।

যদি দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা না করা হয় এবং ত্রাণ প্রবেশের অনুমতি না মেলে, তবে আগামী মাসের শেষ নাগাদ এই দুর্ভিক্ষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়। – দ্য স্টেটসম্যান