প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ছবি ‘ডট’

প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ছবি ‘ডট’

প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এ চলচ্চিত্রে নারী পাচার এবং নারী সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন- বড়ুয়া মনোজিত ধীমন, স্মৃতি বিশ্বাস পরী, মিষ্টিমনি, সোনিয়া পারভীন প্রমুখ। যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী জিআরবি সহ বেশ কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে ছবিটি।