বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। অনেকটাই চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে এই পাওয়ার কাপলকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ক্যাটরিনার সঙ্গে বিয়ের আগে কি রাধিকা মদনের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা ভিকি।
২০২১ সালের ডিসেম্বর মাসে চারহাত এক হয়েছিল ক্যাটরিনা ও ভিকির। করণ জোহরের অনুষ্ঠান থেকে তাঁদের সম্পর্কের সূচনা। তবে সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তাঁরা দুজনেই। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনেকটা নিরবেই বিয়ে করেছিলেন তাঁরা। ভিকি ও ক্যাটরিনার জুটি দেখে মুগ্ধ হয়েছিল তাঁদের অনুরাগীরা। বর্তমানেও তাঁরা সুখী দাম্পত্যে রয়েছে। কিন্তু ভিকির সঙ্গে সম্পর্কে ছিলেন রাধিকা মদন, এমন খবরে নেটিজেনদের মধ্যে জল্পনা বাড়ছে।
আরো পড়ুন : বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির
২০২১ সালে একটি বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভিকি। সেই খবর শিরোনামে আসে। সম্প্রতি রাধিকার বাড়িতে গিয়েছিলেন ফারহা খান। বাড়িতে একটি জায়গায় দেখা যায় সেই অ্যাওয়ার্ডটি রাখা, যেটি পেয়েছিলেন ভিকি। অবাক হন ফারহা। এ নিয়ে প্রশ্নও করেন, কিন্তু এড়িয়ে যান রাধিকা। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি পুরস্কার পেয়েছিলেন রাধিকাও। কিন্তু ভিকির অ্যাওয়ার্ডটি তাঁর কাছে কী ভাবে পৌঁছোল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
নেটিজেনদের অনুমান, নিশ্চয় সেই সময়ে সম্পর্কে ছিলেন ভিকি ও রাধিকা। তাই অভিনেতার সেই অ্যাওয়ার্ড পাওয়া গেল রাধিকার বাড়িতে। তবে আরো একটি বিষয় তুলে ধরেছেন নেটাগরিক। রাধিকা ও ভিকির ভাই সানি কৌশল ‘শিদ্দত’ বলে একটি ছবিতে জুটি বেঁধেছিলেন। সেই ছবির সময়ে সানি ও রাধিকার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও গুঞ্জন ছড়িয়েছিল। সেই সূত্র ধরেই কোনও ভাবে এই অ্যাওয়ার্ড রাধিকার বাড়িতে পৌঁছে গিয়েছিল কি না, সেই দিকটাও ভেবে দেখছেন নেটাগরিক।