মারা গেছেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ

মারা গেছেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ

সোমবার (২৫ আগস্ট) ভোররাতে ভারতের কর্ণাটকের উডুপির নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর। তার মৃত্যুতে শোকার্ত কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি।

তুমুল আলোচিত আরেক ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’–এর শুটিং চলাকালীন স্ট্রোক করেছিলেন দিনেশ। বেঙ্গালুরুতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও গত সপ্তাহে তিনি অসুস্থ বোধ করলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক বছর ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২৫ আগস্ট সন্ধ্যায় দিনেশের মরদেহ বাড়িতে নেয়া হয়েছে এবং ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য রাখা হবে। তার শেষকৃত্য সম্পন্ন হবে স্থানীয় সুমানাহল্লি শ্মশানে।

দিনেশ মাঙ্গালোরের পরিবারে রয়েছেন স্ত্রী ভারতী এবং দুই ছেল — পবন ও সাজ্জন।

কে ছিলেন দিনেশ মাঙ্গালোর?

দিনেশ মাঙ্গালোর ছিলেন একজন কন্নড় অভিনেতা, যিনি প্রথমে আর্ট ডিরেক্টর হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। উডুপির কুন্দাপুরে জন্ম নেওয়া এই শিল্পী পরবর্তীতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— রানা বিক্রম, আম্বারি, সাভারি, ইন্তি নিন্না বেটি, আ ডিঙ্গি, তুঘলক, বেত্তাদা জীবন, সূর্যকান্তি, কিরিক পার্টিসহ আরও অনেক ছবি।

যশ অভিনীত প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ তাকে কন্নড় সিনেমার গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় পরিচিতি এনে দেয়। সেখানে তিনি শেট্টি চরিত্রে অভিনয় করেন। যাকে দেখা যায় মুম্বাই-ভিত্তিক ডনের চরিত্রে। যিনি প্রথমে রকির (নায়ক) সঙ্গে সংঘর্ষে জড়ান এবং কেজিএফ চ্যাপ্টার ১-এ বড় হুমকি হয়ে ওঠেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবীণ কন্নড় পরিচালক পি. শেশাদ্রি। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনেশের মৃত্যুতে অনেকেই শোক জানাচ্ছেন। – পিঙ্কভিলা