ক্যানসারের অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা

ক্যানসারের অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা

যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর। নিজেই অসুস্থতার খবর দিয়েছিলেন গত মে মাসে। তার পর থেকে যন্ত্রণার কথা এক এক করে তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে তার। অস্ত্রোপচারও হয়েছে। এখন কেমন আছেন তিনি , সে বিষয়ে সামাজিক মাধ্যমে নিজেই জানালেন দীপিকা কাক্কর।

বিছানায় শুয়ে আছেন দীপিকা। চোখেমুখে তার ক্লান্তির ছাপ। চিকিৎসার প্রভাব পড়েছে তার চেহারার মধ্যে। অস্ত্রোপচারের পর একটি বিশেষ থেরাপি নিচ্ছেন অভিনেত্রী। এর রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন , চিকিৎসার যন্ত্রণা বাড়লে সেই দিনগুলোয় ছোট কাজগুলোও ভারি মনে হতে থাকে।

অস্ত্রোপচারের পর ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার টার্গেটেড থেরাপি অভিনেত্রী আগেই জানিয়েছিলেন , চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার স্বামী শোয়েব জানিয়েছেন , চিকিৎসা শুরু হলেও , সেই ভাবে কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। যদিও ক্লান্তি ধকল থাকে শরীরের ওপর।

ক্যানসার সব বদলে দিয়েছে দীপিকার জীবনে। সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন , অস্ত্রোপচারের পর সব বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক কিংবা বাড়ির কাজ সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না। এতে তার কিছুই করার নেই। তবে এর মধ্যেও চিকিৎসক তাকে সক্রিয় থাকতে বলেছেন। একেক দিন মনে হয় , আমার শুধুই বিশ্রাম নেওয়া উচিত। তেমনই একটি দিনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন দীপিকা।