বদলে যাওয়া নুসরাত

বদলে যাওয়া নুসরাত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তবে, সেই পাঁচ বছর আগের আর এখনকার নুসরাতের মধ্যে বিস্তর ফারাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, পাঁচ বছর আগের আমি আর এখনকার আমি’র মধ্যে বিস্তর ফারাক। এখন আর পার্টিতে যাই না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেই না। বাড়ি আর কাজ। আমি একঘেয়ে হয়ে গিয়েছি। এই একঘেয়েমি আমার কাছে অবশ্য ইন্টারেস্টিং। তবে, একটা কথা বলি, এই বদলে যাওয়া নুসরাত অনেক কিছু যশের থেকে শিখেছে। এ ছাড়া তিনি বলেন, যশ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলে না। খেয়াল করে দেখেছি সেই জায়গায় আমি একসঙ্গে অনেক কিছু বলে ফেলি। ব্যক্তিজীবনের কথাও থাকে। পরবর্তীতে কী বলবো আর কী বলবো না, সেটা ওর থেকে শিখেছি। অনেক ক্ষেত্রে আমার যা মনে হয়েছে, তাই বলেছি। তখন কিছুতেই কিছু যায় আসতো না। হিতে বিপরীতও হয়েছে। আগামী দিনেও হতে পারে। তার জন্য মানুষের থেকে অনেক কুকথা শুনতে হয়েছে। শুনেছিও। মেয়েদের একটু বেশিই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয় বলে মনে করেন নুসরাত। তিনি জানান, মেয়েদের জন্য নিয়ম আছে। বিধিনিষেধ আছে। বহু বছরের সামাজিক ব্যবস্থা। এটা আর কিছু করা যাবে না।