‘ডক্টর’ হলেন মিথিলা, সৃজিত বললেন ‘অবিশ্বাস্য অর্জন’
ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে তিনি পিএইচডি সম্পন্ন করেছেন। নামের আগে জুড়েছে ‘ডক্টর’ উপাধি।
এবার সেই সংবাদটি শেয়ার করেছেন সৃজিত মুখার্জিও।নিজের ফেসবুকে মিথিলার পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!”
শিক্ষাজীবনে বরাবরই মেধাবী ছিলেন মিথিলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে অর্জন করেন চ্যান্সেলর গোল্ড মেডেল।
অভিনয়, পেশাগত দায়িত্ব, সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি পিএইচডি ডিগ্রির জন্য লড়াই চালিয়ে গেছেন মিথিলা। শিক্ষা ও কর্মজীবনের দীর্ঘ পরিশ্রম শেষে ‘ড.’ উপাধি যুক্ত হওয়ায় মিথিলার জীবনে যুক্ত হলো নতুন আরেক সাফল্যের পালক। অভিনয়ের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে এ অর্জন তার ভক্তদের অনুপ্রেরণাও জুগিয়েছে।
ব্যক্তিজীবনে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় অবস্থান থাকছেন তিনি। দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে কলকাতার মিডিয়ায়। তবে এ বিষয়ে টুঁ শব্দটি করতে শোনা যায়নি সৃজিত কিংবা মিথিলাকে।