৪ঠা সেপ্টেম্বর মুক্তি ‘আকা’

৪ঠা সেপ্টেম্বর মুক্তি ‘আকা’

সময়টা ১৯৯৮ কি ৯৯। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়-এমন ভয়েস ওভার দিয়েই শুরু হয় ‘আকা’র ট্রেলার। সোমবার বিকালে সিরিজ সংশ্লিষ্টদের উপস্থিতিতে রাজধানীর একটি মিলনায়তনে প্রকাশ হয় রহস্যঘেরা ‘আকা’ সিরিজ’র ট্রেলার। ভিকি জাহেদের পরিচালনায় আগামী ৪ঠা সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাবে এটি। নাম ভূমিকায় রয়েছেন আফরান নিশো। তার বিপরীতে রয়েছেন নাবিলা।