শ্যামৌপ্তি, প্রান্তিকা,Ei Samay,

অন্তরার গানে শ্যামৌপ্তি, প্রান্তিকা

গায়িকা অন্তরা মিত্র বলিউডের পাশাপাশি টলিউডেও সমান জনপ্রিয়। তাঁর গান পছন্দ করেন বাংলা আর হিন্দি গানের শ্রোতারা। গায়িকা মছলন্দপুরের মেয়ে। গানের জগতে তাঁর পরিচিতি এক জাতীয় রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে।

২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বলিউডে একাধিক গান গেয়েছেন তিনি। তবে ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গানটি তাঁকে সারা দেশে পরিচিতি দেয়। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেট্রো ইন দিনো’ ছবিতে তাঁর গাওয়া গানটি যথেষ্ট জনপ্রিয়তা েপয়েছে।

Durga Puja Music Video

এ বার পুজোয় তাঁর নতুন গান নিয়ে এলেন অন্তরা। সব বাঙালির মতোই পুজোর গানের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে গায়িকার। সেই ভালোবাসা আর নস্ট্যালজিয়া থেকেই এই নতুন গানের সৃষ্টি।

Durga Puja Music Video

তবে এখন গান শুধু শোনার নয়, দেখারও। তাই গায়িকা, বর্তমানের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি আর প্রান্তিকা দাসকে নিয়ে তৈরি করেছেন মিউজ়িক ভিডিয়ো। পুজোর সাজে দু’জনকে যে দিব্যি মানিয়েছে তা ছবি থেকেই স্পষ্ট।

Durga Puja Music Video

‘বলো মা দুগ্গা মায়ের জয়’ গানটির শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে আপাতত এই পুজোর গান। গানের কথা ও সুর কৃষ্ণেন্দু রাজ আচার্যর। কৃষ্ণেন্দু এখন টলিউডের পাশাপাশি বলিউডেও অনেক কাজ করছেন।

Durga Puja Music Video

মিউজ়িক ভিডিয়োটি পরিচালনা করেছেন আর. চট্টোপাধ্যায়। এই মিউজ়িক ভিডিয়ো দেখা যাবে জগন্নাথ এন্টারটেনমেন্টের ‘জে মিউজ়িক ইন্ডিয়া’-র ইউটিউব চ্যানেলে। অনেক দিন পর আবার এই পুজোর গান, পুজোর সেই আমেজ ফিরিয়ে আনল— দাবি এই গানের সঙ্গে যুক্ত কলাকুশলীদের। গান-ভিডিয়োটি যে পছন্দ হবে দর্শকদের সে বিষয়েও আশাবাদী তাঁরা।