আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে বিজনের ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘আ থিং অ্যাবাউট কাশেম’। সিনেমাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্কার কোয়ালিফাইং ‘রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে।
সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে চলচ্চিত্রটি অস্কারে জমা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল।
‘আ থিং অ্যাবাউট কাশেম’-এ ফুটে উঠেছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা আরেকটি অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন।
‘আ থিং অ্যাবাউট কাশেম’-এর চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন, আর গল্পে তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন ইমতিয়াজ। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন। ছবিটি তৈরি হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনস-এর যৌথ উদ্যোগে।
প্রযোজকের পক্ষে প্রতিক্রিয়া জানিয়ে বলা হচ্ছে, “অস্কার কোয়ালিফাইং উৎসবে পুরস্কার পাওয়া শুধু আমাদের দলের নয়, গোটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। হাজারো আন্তর্জাতিক ছবির ভিড়ে সেরা হওয়া আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।”
গুপী বাঘা প্রডাকশন থেকে জানানো হয়, ‘আ থিং অ্যাবাউট কাশেম’ ইতোমধ্যে স্পেনের ‘ক্যাওস্টিকা’, নিউ ইয়র্কের ‘৪৮তম এশিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, লস অ্যাঞ্জেলেসের ‘ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে। সামনে আরও রোমাঞ্চকর প্রদর্শনীর লাইন আপ রয়েছে। যেগুলোর কিছু অস্কার স্বীকৃত উৎসবেও হবে।
“আমাদের পরিচালক বিজন সত্যিই দুর্দান্ত—নতুন সব গল্প নিয়ে আমাদের চমকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত। যারা এ যাত্রাকে সম্ভব করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সামনে আরও উচ্ছ্বাসের অপেক্ষায়!” বলছে গুপী বাঘা।