কোনালকে চমকে দিলেন শাকিব

কোনালকে চমকে দিলেন শাকিব

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান আর সংগীত তারকা সোমনূর মনির কোনালের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শাকিবের একাধিক ছবিতে কোনালের গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি মাছরাঙা টিভি’র ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কোনাল। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে কোনালকে নিয়ে এমন কিছু কথা বলেছেন শাকিব, যা তাকে রীতিমতো চমকে দিয়েছে। মৌসুমী মৌ’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টায়।