পরিচালক দিয়েগো বোরেলা। ছবি : সংগৃহীত

শুটিং সেটে মারা গেলেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের পরিচালক

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা আর নেই। শুটিং চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ইতালির ভেনিসে ২১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। সে সময় সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলছিল। শুটিংয়ের একদম শেষ দৃশ্যের প্রস্তুতির সময়, ভেনিসের হোটেল ড্যানিয়েলির সেটে হঠাৎ করে পড়ে যান দিয়েগো। দ্রুত চিকিৎসক ডাকা হলেও জানা যায় তিনি সেই মুহূর্তেই মারা যান—হার্ট অ্যাটাক হয়েছিল।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে দিয়েগোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। তারা বলেছে, ‘এমিলি ইন প্যারিস পরিবারের এক প্রিয় সদস্যকে হারিয়ে আমরা ভীষণ দুঃখিত। আমরা তার পরিবার ও কাছের মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দিয়েগো বোরেলা শুধু একজন সহকারী পরিচালকই ছিলেন না, বরং এই সিরিজের জন্য অনেকটা হৃদয়ের জায়গা থেকে কাজ করতেন বলে জানিয়েছেন সহকর্মীরা।