ডিসেম্বরে এমিলি ইন প্যারিস সিজন ৫

ডিসেম্বরে এমিলি ইন প্যারিস সিজন ৫

বহুল আলোচিত রোমান্টিক কমেডি সিরিজ এমিলি ইন প্যারিস–এর পঞ্চম সিজনের তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। লিলি কলিন্স অভিনীত জনপ্রিয় এই সিরিজ নতুন চমক নিয়ে ফিরছে আগামী ১৮ ডিসেম্বর। তবে এবার নামের বিপরীতে গল্পের বড় অংশ আর থাকছে না প্যারিসে, বরং দর্শকদের নিয়ে যাবে ইতালির রোম ও ভেনিসে।

সম্প্রতি সিরিজটির প্রথম ঝলকের ছবি প্রকাশ করে নেটফ্লিক্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে লেখা হয়, ‘বেনভেনুতো’। এটি একটি ইতালীয় শব্দ। ইংরেজিতে এর অর্থ ‘ওয়েলকাম’। বাংলায় ‘স্বাগতম’। এরপর এমিলি ইন প্যারিসের সিজন ৫-এর লুক প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবিগুলোতে এমিলিকে দেখা যায় নৌকায় চড়তে, রোদে সময় কাটাতে ও মার্সেলোর সঙ্গে ঘোড়ায় চড়তে। এগুলোই ইঙ্গিত দিচ্ছে নতুন সিজনে ইতালিয়ান রোমান্সের আভাস।

এবার কাহিনির মোড় ঘুরবে প্যারিস থেকে রোমে। অফিসিয়াল বিবরণ অনুযায়ী, এমিলি আঁজঁ গ্রাতো–এর নতুন অফিস চালু করতে আসবেন রোমে। তবে কাজের এক আইডিয়া ব্যুমেরাং হয়ে গিয়ে তার জীবনে নিয়ে আসবে দুঃসময়—সম্পর্কে ভাঙন, ক্যারিয়ারে ধাক্কা এবং এক বড় গোপন তথ্য, যা হুমকির মুখে ফেলবে তার সবচেয়ে কাছের সম্পর্কগুলোর একটিতে।

চতুর্থ সিজনের শেষে দেখা গিয়েছিল সিলভি (ফিলিপিন লেরোই-বলিউ) এমিলিকে পদোন্নতি দিয়ে রোম অফিসের প্রধান করেন। অন্যদিকে, গ্যাব্রিয়েল (লুকাস ব্রাভো) বুঝতে পারেন যে তিনি এখনও এমিলিকে ভালোবাসেন, যদিও এমিলি তখন খুশি ছিলেন মার্সেলোর সঙ্গে। এভাবেই আসন্ন মৌসুমে তৈরি হয়েছে নতুন প্রেমের ত্রিভুজ, যেখানে থাকছে আলফি (লুসিয়ান লাভিসকাউন্ট)–এরও প্রত্যাবর্তন।

সিজন ৫–এ ফিরছেন আগের অনেক পরিচিত মুখ—ফিলিপিন লেরোই-বলিউ, অ্যাশলে পার্ক, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গৌয়েরি, উইলিয়াম আবাদি, লুসিয়ান লাভিসকাউন্ট, থালিয়া বেসন, পল ফোরম্যান ও আরনো বিনার্ড। পাশাপাশি থাকছে নতুন সংযোজন—ব্রায়ান গ্রিনবার্গ (জেক), মিশেল লারক (ইভেত্তে) এবং মিনি ড্রাইভার (প্রিন্সেস জেন)।

সিরিজটির পরিচালক ড্যারেন স্টার, যিনি ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘বেভারলি হিলস ৯০২১০’ এবং ‘মেলরোজ প্লেস’–এর জন্য খ্যাত। এবারের মৌসুমেও তিনি থাকছেন নির্মাতার চেয়ারে, আর প্রযোজকের আসনে থাকছেন লিলি কলিন্স।

রোমান্স, ফ্যাশন আর অফিস রাজনীতির মিশেলে গড়া এই সিরিজ এবার দর্শকদের উপহার দেবে ইতালির রোম ও ভেনিসের মনোমুগ্ধকর প্রেক্ষাপট। এমিলির নতুন যাত্রা শুধু সম্পর্কের জটিলতাই নয়, তুলে ধরবে এক নারীর ব্যক্তিগত ও পেশাগত সংগ্রামের নতুন গল্পও।