পামেলার সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই বড় পদক্ষেপ নিলেন নিসন
সাবেক ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা লিয়াম নিসন—এমন গুঞ্জনেই সরব মিডিয়া পাড়া। এছাড়া পডকাস্টসহ বিভিন্ন রেডকার্পেটে তাদের একসঙ্গে উপস্থিতি উসকে দিচ্ছে এই জল্পনাকে। এসব কল্পনা-জল্পনার মধ্যেই বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন নিসন। নিউ ইয়র্ক সিটির লিংকন স্কয়ারের বাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি।
নিউইয়র্ক পোস্ট অনুসারে, নিসন লিংকন স্কয়ারের বাড়িটি ১০.৩ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন।