বিয়ে ভেঙে পর্নো তারকাদের সঙ্গে বারবার ডেটে যেতেন এই তারকা
অভিনেতার বাইরে ব্যক্তিজীবনে তাঁকে ঘিরে রয়েছে বহু বিতর্ক। কারণ, ক্যারিয়ারের শুরু থেকে তিনি প্রেম, বিচ্ছেদসহ নানা ঘটনার জন্ম দিয়েছিলেন। এ ছাড়া একসময় তাঁর কাছের বন্ধু ছিলের নীল সিনেমার একাধিক জনপ্রিয় তারকা। তাঁদের সঙ্গে বহু ঘটনা ও সম্পর্ক প্রকাশ্যে এলে রীতিমতো অভিনেতা চার্লি শিনকে নিয়ে সমালোচনা তৈরি হয়। পর্নো তারকাদের সঙ্গে ডেটে গিয়ে নিজেই সে খবর প্রচার করতেন; যার কারণে বারবার সমালোচনায় পড়েন একই অভিনেতা। এই অভিনেতার জন্মদিন ধরে জেনে নিতে পারেন জানা–অজানা কথাগুলো।