খ্যাতির জন্য বড় ক্ষতির মুখোমুখি সুইনি, যা বললেন অভিনেত্রী
হলিউডের তরুণ ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সিডনি সুইনি। সম্প্রতি মার্কিন ফ্যাশন ব্র্যান্ড আমেরিকান ঈগলের শরৎকালীন সংগ্রহের পোশাকে মডেল হয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন। যা নিয়ে এবার মুখ খুললেন তিনি।
২৭ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, খ্যাতির দ্রুত উত্থান তাকে ব্যক্তিগত জীবনে এক বড় ক্ষতির মুখোমুখি করেছে। তা হলো — তার ব্যক্তিগত গোপনীয়তা হারানো।
দ্য টাইমস ইউকে – কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউফোরিয়া ও ম্যাডাম ওয়েব – খ্যাত এই তারকা জানান, জনসম্মুখে ক্রমাগত আলোচনায় থাকা তার জীবনকে একেবারেই বদলে দিয়েছে।
সিডনির ভাষায়, ‘গোপনীয়তা খুব বড় ব্যাপার। এটা যে কতটা মূল্যবান, আপনি সেটা হারানোর পরেই বুঝতে পারবেন। আমি সবসময় দেখি —‘ ওরা তো নিজেই বিক্রি হয়ে গেছে, ওরা জানত কীসে সই দিচ্ছে।’ কিন্তু এই আমি জানতামই না আমি কিসে সই করছি’।