বক্তব্য রাখছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। ছবি: যুগান্তর

নষ্ট রাজনীতি থেকে দেশকে উদ্ধার করেছে তরুণরা: আবদুল হাই শিকদার

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, ১৬ বছরের নষ্ট রাজনীতি থেকে দেশকে উদ্ধার করেছে এ দেশের তরুণ সমাজ। জুলাইয়ে তরুণরা কোনো স্বার্থ ছাড়াই দেশের জন্য, মাতৃভূমির জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় মুগ্ধের মতো ছেলে জন্ম দিয়েছে। যে চারদিকে গুলির মধ্যে দাঁড়িয়ে সহযোদ্ধাদের জন্য পানি সরবরাহ করছিল। ঘাতকের গুলি যার জীবন কেড়ে নিয়েছে। আবু সাঈদ, যার রক্তের ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিলুপ্ত হয়েছে। এটি সেই বাংলাদেশ, যে বাংলাদেশের তরুণরা ৭১ সালে স্বাধীনতা এনে দিয়েছিল। আমি তরুণদের হাজার সালাম জানাই। তরুণরাই দেশকে অন্ধকার থেকে বের করে এনেছে।

শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন ২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব ‘নৈয়ায়িক’ এ প্রতিযোগিতার আয়োজন করে। ২৮টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে আবদুল হাই শিকদার আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এমন একজন মানুষ যাকে বিশ্বের সব ভাষার মানুষ এক নামেই চেনে। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলো তার বক্তব্য শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে থাকে। তাকে নিয়ে দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার করা ভুল হয়েছে। এটা হতে হতো বিপ্লবী সরকার। দেশের এই সময়ে রাজনৈতিক দলগুলোকে এন্টিফ্যাসিজম বিষয়গুলোতে এক হতে হবে। দেশের মধ্যে লুকিয়ে থাকা নষ্ট মানুষগুলো বের হতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো সতর্ক না হলে বাংলাদেশি জাতীয়তাবাদ বিলুপ্ত হবে।

তিনি শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদ দর্শনের সমালোচনা করে বলেন , এ দেশকে স্বাধীন করতে দেশের চাকমা গাঁরো সাঁওতাল মারমা বিহারি সব বর্ণের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাহলে সেটা বাঙালি জাতীয়তাবাদ কিভাবে হয় ? এ ভুল দর্শন থেকে বের করতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বুদ্ধিজীবীদের নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের ধারণা দেন যা একটি স্বাধীন রাষ্ট্রের নিজস্বতা প্রকাশ করে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন , খুবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম , উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ খান , খুবি ছাত্র কল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত , বিতর্ক প্রতিযোগিতার বিচারক টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিতর্ক ক্লাব নৈয়ায়িক-এর সভাপতি হিজবুল্লাহ তামিম

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা রানার আপ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’র ( বিইউপি ) বিতার্কিকরা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়