পিকআপ চাপায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি : সংগৃহীত

পিকআপ চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় পিকআপ চাপায় ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন-চালক মুজাহিদুল মোড়ল, যাত্রী রিনা খাতুন ও অপর নিহত যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল ইজিবাইকটি। জিলেরডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রী মারা যান। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষের কারণে ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠাই। দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আছের আলী বলেন, দুর্ঘটনার পর পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।