সাতক্ষীরা সরকারি কলেজে নবীনদের বরণ ছাত্রদলের
সাতক্ষীরা সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল ও ক্লাস রুটিন দিয়ে বরণ করেছে কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) সরকারি কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল এবং রুটিন তুলে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকারকে ঘিরেই আমরা নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্লাস রুটিন দিয়ে বরণ করেছি।
তিনি বলেন, মেধা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কলেজ শাখা সব সময় অঙ্গীকারবদ্ধ থাকবে। শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং কলেজে একটি সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, সহসভাপতি মো. আকবর হোসেন ও সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান ও মো. ইরফান ফাত্তা ইভান, সাংগঠনিক সম্পাদক মাহিম কবির, প্রচার সম্পাদক মিনহাজ, ছাত্রনেতা ফাহিম, রাহিবসহ আরও অনেকে।
নবীন শিক্ষার্থীরা এ আয়োজনকে আন্তরিকভাবে গ্রহণ করে তারা জানান, ফুল দিয়ে বরণের এই আয়োজনের দিনটি তাদের কলেজ জীবনের অন্যতম দিন হিসেবে স্মরণীয় করে তুলেছে। তারা আশা প্রকাশ করেন, ছাত্রদল ভবিষ্যতেও তাদের কার্যক্রমে শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দেবে।