স্কুলের শৌচাগারে ৩ সহপাঠী মিলে ছাত্রীকে র‌্যাগিং

স্কুলের শৌচাগারে ৩ সহপাঠী মিলে ছাত্রীকে র‌্যাগিং

বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী (১৬) র‌্যাগিংয়ের শিকার হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্কুলের শৌচাগারে একই শ্রেণির তিন ছাত্রীর নির‌্যাতনে গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোববার (১৮ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

ভুক্তভোগী ছাত্রীর মা রত্না বেগম জানান, আমার মেয়ে রামপালের বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। বুধবার বিকাল ৪টার দিকে একই শ্রেণির তিন ছাত্রী আমার মেয়েকে স্কুলের বাথরুমে নিয়ে র‌্যাগিং করে। তারা আমার মেয়ের মুখ ও গলা চেপে ধরে মারধর করে মেরে ফেরার চেষ্টা করে।

তিনি জানান, অন্য শিক্ষার্থীরা এসে আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে আমরা রোববার সকালে দুপুরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করি। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি লিখিত অভিযোগ করেছি।

র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বাবা সেকেন্দার আলী ডাকুয়া জানান, স্কুলে ঘটে যাওয়া এ বিষয়ে আমি কিছুই জানি না, তবে মেয়ের খোঁজে বাড়িতে পুলিশ এসেছিল।

জড়িত অপর দুজনের বাবা জিয়া মোল্লা ও মোল্লা আ. হাইয়ের মোবাইল ফোনে বারবার যোগাযোগে চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।

বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন স্কুলে র‌্যাগিংয়ের বিষয়টি স্বীকার করেছেন। দুঃখ প্রকাশ করে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্কুলের পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি জানান, তিনি লিখিত অভিযোগের কপি পেয়েছেন। স্কুলে যা ঘটেছে তা র‌্যাগিংয়ের শামিল। এমন ঘটনা দুঃখজনক। আহত ছাত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বুধবার (২০ আগস্ট) স্কুলের প্রধান শিক্ষকসহ উভয়পক্ষকে হাজির হওয়ার নোটিশ করেছি।