সিবিএ সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক মো. রোবেল হোসেনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা হয়েছে। সংগৃহীত ছবি

যশোরে আটক সিবিএ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে নাশকতার মামলা

যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএ সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক মো. রোবেল হোসেনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা হয়েছে।

শনিবার মামলা হওয়ার পর পুলিশ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার যশোর ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, ডিবি পুলিশের হাতে আটক মো. এনামুল হক ও মো. রোবেল হোসেনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে যশোরে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। যশোর সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি (মামলা নম্বর-২৯/০৯.০৮.২০২৫) করেছেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক এনামুল হক ও রোবেল হোসেন ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকার একটি সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আসামির তালিকায় নাম রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের সাবেক এমপি সজল মোল্লা, ঢাকা-৪ আসনের সাবেক এমপি ড. আওলাদ হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি (মতিঝিল) বিপ্লব সরকার প্রমুখ।

এদিকে, আটক দুজনের বিরুদ্ধে ঢাকায় কোনো মামলা আছে কি না—তা জানতে চাইলে ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, এ বিষয়ে জানতে ঢাকার বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ’র (রেজি. নম্বর- বি-২২১৫) উদ্যোগে খুলনা বিভাগীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মো. এনামুল হক প্রধান অতিথি এবং মো. রোবেল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালে দুপুরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানিয়েছেন, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তারা জামিনে আছেন।