'ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে, ১৫ দিনও টিকবে না বিএনপি'

'ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে, ১৫ দিনও টিকবে না বিএনপি'

আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে বিএনপি ক্ষমতায় গিয়ে তা করলে ১৫ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে বিএনপি হয়তো জয়লাভ করবে।

তিনি আরও বলেন, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। জুলাই-আগস্টে আল্লাহর গজব পড়ে ছিল আওয়ামী লীগের ওপর।

জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেন।

এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জেলা কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু।