‘পিআর-এর ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে’

‘পিআর-এর ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক জাতীয় সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের একথা বলেছেন, পিআর-এর ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

ডাঃ তাহের বলেন, পুরনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য, বিদেশীদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয় নাই। মানুষের প্রত্যাশা-আগে সংস্কার, তারপর নির্বাচন। তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস বলেছেন, তিনি একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দিতে বদ্ধপরিকর। কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে।

ডা: তাহের আরও বলেন, অনেকেই বলে আমরা নির্বাচন চাই না। যারা এসব বলে, আমরা তাদেরকে বলি, আসেন পিআর নিয়ে ডিবেট করি। পিআর নিয়ে আপনাদের এতো ভয় কেন? আপনারা যেহেতু বলছেন, জনগণ আপনাদের ভোট দিবে এবং আপনারা অনেক বড় দল, সেক্ষেত্রে দেশের মানুষ যদি আপনাদেরকে ক্ষমতায় চায়, সেটার সঠিক প্রতিফলন পিআর সিস্টেমেই সম্ভব। আমরা অবশ্যই নির্বাচন চাই, সেটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন। আমরা আর কোনো ফ্যাসিস্ট কায়েম হতে দেব না।

রবিবার (২৪ আগস্ট) দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ (এফইএবি) এর উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ -এর সেমিনার হলে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ (পিআর) পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পরিকল্পনাবিদ মো: সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে প্রথম প্রকৌশলী শহীদ ইঞ্জিনিয়ার জাহিদুজ্জামান তানভীনের পিতা ইঞ্জিনিয়ার শামসুজ্জামান, কী নোট স্পিকার হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ড. শিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুয়েটের ন্যানো টেকনোলজি অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. ফখরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী নুরুল হুদা, ফোরামের ঢাকা মহানগরী উত্তরের চেয়ারম্যান প্রকৌশলী আবিদ হাসান প্রমুখ।