নির্বাচনে কারচুপি রোধে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের দাবি
জাতীয় নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও কারচুপি প্রতিরোধে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী কমিউনিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
মঞ্জু বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর শিক্ষার্থীরা যেমন অনবদ্য ভূমিকা রেখেছিল, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিলে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারবে।
আরও পড়ুন
ফেনী জেলার সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত বলে মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গত বছরের ভয়াবহ বন্যার সময় ফেনীর মানুষের পাশে প্রফেসর ড. ইউনূস যাননি, যা দুঃখজনক। ফেনীর সমস্যাকে স্থানীয় নয় বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। ফেনী জেলার সঙ্গে দেশের সার্বভৌমত্বের সম্পর্ক জড়িত।
তিনি বলেন, ফেনীর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একসময় এ এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। সুষ্ঠু নির্বাচন ও সন্ত্রাসমুক্ত ফেনী গড়তে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, ফেনী কমিউনিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ইলেকট্রনিক বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন প্রমুখ।
ওএফএ/এমএসএ