বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন মো. আবদুল কাদের আলমাস। ছবি : সংগৃহীত

নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে দেশ বিপর্যয়ে পড়বে : বিপিপি

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে না হলে দেশ বিপর্যয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী।

তিনি বলেন, বাংলাদেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিদেশি বিনিয়োগ সেভাবে আসছে না। পতিত আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সংকট উত্তরণে এই মুহূর্তে জাতীয় নির্বাচন একমাত্র সমাধান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে মিডনাইট সান রেস্টুরেন্টে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান অনুষ্ঠানে চাখারী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর হাতে ফুল দিয়ে দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিপিপির সাবেক মহাসচিব এবং ভাসানী জনশক্তি পার্টির সদ্য সাবেক মুখপাত্র ও প্রেসিডিয়াম মেম্বার মো. আবদুল কাদের আলমাস। এ সময় কাদেরের নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টির সদ্য সাবেক প্রেসিডিয়াম মেম্বার পারভীন নাসের ভাসানী, রফিকুল ইসলাম খান রনো, অ্যাডভোকেট জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, শওকত হোসেন, ভাসানী নারী পার্টির সভাপতি সোনিয়া আক্তারসহ অন্যরা বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন।

যোগদানকারীদের বাংলাদেশ পিপলস পার্টিতে স্বাগত জানিয়ে দলটির চেয়ারম্যান চাখারী বলেন, মো. আবদুল কাদেরের যোগদানের মধ্য দিয়ে দল আজ পূর্ণতা পেয়েছে। এর মধ্য দিয়ে দলের সাংগঠনিক অবস্থান আবারো সুসংহত ও শক্তিশালী হলো। আমরা সকলে মিলে বাংলাদেশ পিপলস পার্টিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ।

গত ২২ সেপ্টেম্বর ভাসানী জনশক্তি পার্টি থেকে আব্দুল কাদেরসহ পাঁচজন পদত্যাগ করেন, যারা সবাই বিপিপিতে যোগদান করেছেন।

বিপিপিতে যোগদানের বিষয়ে আবদুল কাদের বলেন, অভিমান ভুলে নিজের ঘরেই ফিরে এলাম। বাংলাদেশ পিপলস পার্টিকে নিজের সন্তানের মতো ভালোবাসি। অতীতের সব সমস্যা ভুলে আমরা এক সঙ্গে কাজ করবো। আমরা অতীতে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করেছি, ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে সচেষ্ট হবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির বর্তমান কো-চেয়ারম্যান নাজমা আক্তার, প্রেসিডিয়াম মেম্বার মো. আতিকুর রহমান, জাকির হোসেন চৌধুরী ঝন্টু, খাদিজা আক্তার, ভাইস চেয়ারম্যান শাকিল আহমেদ রাজা, যুগ্ম মহাসচিব মো. মুন্নাফ হোসেন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।