গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের একটি প্রতিনিধি দল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে যান। সেখানে ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।