বিজয়ী হলেও স্লোগান-মিছিল নয়, নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ জামায়াতের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ফলাফল ঘোষণার আগমুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন।
তিনি বলেছেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার হোসেন এই নির্দেশনা দেন।
আরও পড়ুন
দেলোয়ার হোসেন বলেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন পর্যন্ত এখানে সহবস্থান করেছেন, শান্তিপূর্ণ অবস্থান করেছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, শ্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট।
তিনি আরও বলেন, ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে, তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারও সঙ্গে উত্তেজনায় যাবেন না। আসুন, একসাথে সকল দলমতের মানুষ সহাবস্থান করি।
ডাকসু নির্বাচন ঘিরে সারাদিনই নানা কেন্দ্র থেকে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রার্থী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, এজেন্ট ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। একইসাথে বহিরাগতদের উপস্থিতি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শামসুন নাহার হল, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ একাধিক স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অনিয়ম প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।
এই প্রেক্ষাপটে শাহবাগ এলাকায় জামায়াত-শিবির সমর্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীরা রাতভর অবস্থান নেন। তবে যেকোনো উসকানি এড়াতে দেলোয়ার হোসেন সরাসরি ঘোষণা দেন- কোনো ধরনের শ্লোগান, মিছিল বা বিজয় উদযাপন করা যাবে না।
দেলোয়ার হোসেনের মতে, এটা কেবল একটি নির্বাচনী লড়াই নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ। তাই দায়িত্বশীল আচরণ করতে হবে। বিজয় এলেও সেটি অহংকারের কারণ নয়, বরং বিনয়ের সঙ্গে গ্রহণ করতে হবে।
তিনি সবাইকে আহ্বান জানান শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখতে এবং ফলাফল ঘোষণা হওয়ার পর নির্দেশনা অনুযায়ী নীরবে স্থান ত্যাগ করতে।
টিআই/এমএসএ