হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সাবেক এই প্রধানমন্ত্রী।

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে রাত পৌনে ১২টায় বাসায় ফেরেন।

পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শারীরিক নিয়মিত চেকআপের জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পরে আবার বাসস্থান ফিরোজায় ফিরেছেন। মানসিক ও শারীরিকভাবে তার অবস্থা স্থিতিশীল। দেশবাসীর কাছে তিনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৩ জুলাই রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।

চলতি বছরের ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন।

টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন।

৮১ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।