‘উপদেষ্টারা অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়’
উপদেষ্টারা অনেকক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ২৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে তর্কবির্তক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে।
তিনি বলেন, উপদেষ্টারা অনেকক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়। যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায় তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।
বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে- একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে একদিনেই সব সম্ভব হবে না।
তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের মনোজগতে পরিবর্তনের যে আকাঙ্খা তৈরি হয়েছে সেই আকাঙ্খা পূরণ করতে হবে।