কাউনিয়ায় ছাত্রশিবিরের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাউনিয়ায় ছাত্রশিবিরের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাউনিয়া উপজেলা শাখা। এতে উপজেলার শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের আমীর ও রংপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ.টি.এম আজম খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ।

কাউনিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি হোসাইন আলী, জেলা সেক্রেটারি হামিদুর রহমান, বিশিষ্ঠ্য ব্যবসায়ী আব্দুল গফুর, ইঞ্জি. রওশন আলী, জেলা সেক্রেটারিয়েট সদস্য রবিউল ইসলাম, হানিফুর রহমান স্বাধীন, মশিউর রহমান প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, মাওলানা সাইদুর রহমান সাইদ, ছাত্রনেতা মাহবুর রহমান, রমজান আলী, মনিরুল ইসলাম, ফয়সাল, সাদিক, পারভেজসহ স্হানীয় ছাত্রশিবির নেতৃবৃন্দ।

শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, ফুলসহ উপহার সামগ্রী বিতরন করা হয়।