চাঁদা চেয়ে মারধর, নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতিকে নোটিশ
নেত্রকোণা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার সারোয়ার জাহানকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। একই সঙ্গে তার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তাকে কেন্দ্রীয় কমিটি থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে সারোয়ার জাহান এলজিইডির নির্বাহী প্রকৌশলীর রুমে বসে কথা বলছিলেন। এ সময় সুমন নামের এক যুবক সারোয়ার জাহানকে ডেকে বাইরে নিয়ে আসেন এবং বাইরে উপস্থিত থাকা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সারোয়ার জাহানকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।
বিষয়টি নিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, আমি ছুটিতে আছি, তবে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মারধর ও চাঁদাবাজি আমলে নিয়ে অনিক মাহমুদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশে দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত নোটিশে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে অনিক মাহমুদ চৌধুরীকে কারণ দর্শাতে বলা হয়েছে।
নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ঠিকাদার সারোয়ার জাহান আমার রুমে বসে কথা বলছিল। এমন সময় ছাত্রদল নেতা সুমন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয়। ওখানে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব ও সুমন ছিল বলে জেনেছি। আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে সুমন নামের একজনের কথা-কাটাকাটি হয়। বিষয়টি শুনে আমি এগিয়ে যাই। এখানে আমাকে অহেতুক জড়ানো হচ্ছে।
এএইচআর/এমজে