আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) এবং গাজীপুরের টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।
আরো পড়ুন : যুবসমাজই জাতির চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা ইউনূস
ডিবির দেওয়া তথ্যে বলা হয়, একই দিন রাত ১১টা ৫ মিনিটে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে আটক করে। পরে রাত ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও চৌধুরীপাড়া থেকে ডিবি-সাইবার বিভাগ মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেপ্তার করে।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট, দেশকে অস্থিতিশীল করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছিল।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।