চোরের হাতে নয়, সৎ চৌকিদারদের হাতে দেশের চাবি তুলে দিতে চাই: জামায়াত আমির

চোরের হাতে নয়, সৎ চৌকিদারদের হাতে দেশের চাবি তুলে দিতে চাই: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সম্পদ, নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা চুরি করা বা অন্যায়ভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। দেশের চাবি জনগণের স্বার্থ রক্ষা করতে সৎ চৌকিদারদের হাতে তুলে দেওয়া হবে।

আজ শুক্রবার ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব যদি জনগণ আমাদের হাতে তুলে দেন, আমরা খেটেখুটে চেষ্টা করব সমাজের সমস্যাগুলো দূর করার। আমরা ইনশাল্লাহ মাথায় তেল দেব না, তেলের উপরে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট হবে দেশের বঞ্চিত মানুষ। তারা হবে আমাদের অগ্রাধিকার।

জামায়াত আমির বলেন, শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো নাগরিক পরিষেবা আছে, সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। আমি চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এর ছোট্ট নমুনা হিসেবে ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যেও গ্রহণ করবেন না, বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না। সরকারের দেওয়া ন্যায্য সুযোগ-সুবিধার মধ্যে কতটুকু গ্রহণ করা যায়, তা বিবেচনা করা হবে।

অতীতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আল্লাহর দুই বান্দা চারদলীয় সরকারের সময় দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের ব্যাপারে বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয়। তারা শতভাগ সৎ ও স্মার্ট ছিলেন। তারা দক্ষতার সঙ্গে দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। যদি সেই সময় আমাদের হাতে আরও ১০টা মন্ত্রণালয় আসতো, অবস্থা হতো একই। কেন? কারণ একটাই— কারণ তারা আল্লাহকে ভয় করছে। মহান আল্লাহ সব শুনেন, সব দেখেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারো নেই। এই বিশ্বাস যাদের আছে, জনগণের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর তাদের কালো হাত কখনো পড়তে পারবে না।

জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে তিনি বলেন, এই বাংলাদেশ কী আসলেই আমরা সবাই চাই? তাহলে একা বাংলাদেশ জামায়াতে ইসলামী পারবে না। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সব পেশা ও শ্রেণি থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে, আমাদের সম্পদ যারা লুট করেছে তাদের হাতে দেশের চাবি আমরা দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার-পাহারাদার হবে, আমরা সেই চাবি তাদের হাতে তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে ঘোষণা দিতে পারবেন?

জামায়াত আমির আরও বলেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং তৌফিক দেবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন, এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।