পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে জুঁই খাতুন নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুঁই ওই গ্রামের জুয়েল হোসেনের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠোনে খেলছিল জুঁই। ওই সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা বড়াল নদে জুঁইয়ের নিথর দেহ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা। শিশুটির নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসক জুঁইকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা বলেন, ঘটনাটি খুবই দুঃজনক।