বগুড়ায় সৎমায়ের সঙ্গে ঝগড়া করে বিপুল চন্দ্র সাহা নামে এক ফল বিক্রেতা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে শহরের চকযাদু ক্রস লেনে ১নং রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বিপুল চন্দ্র সাহা (২৫) বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার মৃত বিনয় চন্দ্র সাহার ছেলে। তিনি ফুটপাতে ফল বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিপুলের মা দীর্ঘদিন ধরে ভুটানে বসবাস করেন। এ কারণে তার বাবা দ্বিতীয় বিয়ে করে শহরের দত্তবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কিছুদিন আগে বিপুলের বাবা বিনয় চন্দ্র সাহা মারা যান। এরপর থেকে বিপুল সৎমায়ের সঙ্গে থাকেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বিপুলের সঙ্গে সৎমায়ের বিরোধ সৃষ্টি হয়। তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। সোমবার বিকালে সৎমায়ের সঙ্গে বিপুলের ঝগড়া হয়। এরপর তিনি বাড়ি থেকে বের হন।
এদিকে সোমবার রাত ১১টার দিকে রংপুর ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন বগুড়া স্টেশনে প্রবেশ করছিল। ট্রেনটি চকযাদু ক্রস লেনে ১নং রেলঘুমটি এলাকায় পৌঁছলে বিপুল চন্দ্র সাহা ঝাঁপ দেন। এতে তার ডান হাত বিচ্ছিন্ন ও মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে বিপুলের মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় ডান হাত বিচ্ছিন্ন ও মাথায় আঘাতে এক যুবক মারা গেছেন। তবে মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। শহরের চকযাদু ক্রস লেনে রেললাইন পার হয়ে সেলিম হোটেলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।