কলার বাগানে মিলল ভ্যানচালকের লাশ

কলার বাগানে মিলল ভ্যানচালকের লাশ

রাজশাহীর পুঠিয়ায় কলার বাগান থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সোহেল রানা (২৫) উপজেলার শাহাবাজপুর জরমডাঙ্গা গ্রামের মিলতাবের ছেলে।

পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের জেকেরের মোড় এলাকায় আ. সালামের কলার বাগানে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তাকে পরনের লুঙ্গি প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মৃত ব্যক্তির ছোট ভাই জুয়েল রানা বলেন, প্রতিদিন কাজ শেষে তিনি রাতে জেকেরের মোড় হতে বাড়ি ফিরেন।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, কী কারণে খুন হয়েছে তা এ মুহূর্তে জানা যায়নি। ময়নাতদন্ত শেষে সবকিছু জানা যাবে। তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।