স্বামীর সর্বস্ব লুটে নিয়ে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
বগুড়ার ধুনটে ইতি খাতুন নামে অন্ত:সত্ত্বা এক গৃহবধূর বিরুদ্ধে তার স্বামী বিপ্লব মিয়ার নগদ টাকা, সোনার গহনা ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী স্বামী মঙ্গলবার রাতে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের যুবক (২৮) প্রায় ছয় মাস আগে পাশের চিকাশী ইউনিয়নের এক মেয়েকে (২৫) বিয়ে করেন। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্ত:সত্ত্বা।
স্বামী গত ৩১ আগস্ট বাড়ির বাহিরে ছিলেন। স্ত্রী পরিবারের সদস্যদের অগোচরে শয়ন ঘরের বাক্সে রাখা নগদ পাঁচ লাখ টাকা, এক লাখ ২০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের হাতের বালা ও কানের দুল, মোবাইল ফোন এবং তার (বিপ্লব) জাতীয় পরিচয়পত্র নিয়ে চলে যান। বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে তিনি শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বাধ্য হয়ে বিপ্লব মিয়া মঙ্গলবার রাতে ধুনট থানায় স্ত্রী ইতি খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
ইতি খাতুনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ওই নারী পরকীয়া প্রেমিকের সঙ্গে বা রাগ করে অন্য কোথায় পালিয়ে গেছেন। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।