চাটমোহরে শিশু-কিশোরদের বিশেষ করে ১৮ বছর বয়সের নিচের স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে সিগারেট বিক্রি বন্ধে মাইকিং করালেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
কয়েকদিন দিন ধরে পৌরসভাসহ উপজেলার প্রতিটি এলাকায় এ মাাইকিং করানো হয়। শিশু-কিশোরদের ভবিষ্যত রক্ষার্থে ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে সুশীল সমাজ।
বেশ ক’দিন ধরে উপজেলাজুড়ে শিশু-কিশোরদের মধ্যে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। শিশু কিশোররা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এরমধ্যে মাদক সেবন থেকে শুরু করে নৈতিকঅবক্ষয়ের মধ্যে ঘটনাও রয়েছে।
জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং মতো অপরাধ চক্রে। শুধু তাই নয়, প্রকাশ্যে ধূমপান থেকে শুরু করে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে শিশু-কিশোরা।
পৌর শহরের বিভিন্ন দোকানে শিশু-কিশোরদের কাছে বিক্রি করা হচ্ছে সিগারেট। এসব স্কুল পড়–য়া শিশু-কিশোররা প্রকাশ্যে ধূমপান করছে। এমনকী স্কুল-কলেজের ড্রেস পরিহিত অবস্তায় ধূমপান করতে করতে রাস্তা দিয়ে চলাফেরা করছে।
এমন সামাজিক অবক্ষয়ের হাত থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে এবং অভিভাবকদের সচেতন করতে গত কয়েকদিন ধরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বত্র চলছে মাইকিং।
সিগারেট বিক্রেতাদের উদ্দেশ্যে সেখানে শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আইন না মানলে ব্যবসায়ীদের জেল-জরিমানা করারও হুঁশিয়ারী দেওয়া হচ্ছে।
এদিকে ইউএনও’র এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব শ্রেণি পেশার মানুষ।
চাটমোহর পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী রনি রায় যুগান্তরকে বলেন, সত্যিই ইউএনও মহোদয়ের এমন উদ্যোগ প্রশংসনীয়। এরআগে কখনো শুনিনি এভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করতে। তবে এক্ষেত্রে একা ইউএনওর পক্ষে সম্ভব নয়। এরজন্য বিক্রেতা ও অভিভাবকদের সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী যুগান্তরকে বলেন, সিগারেট হচ্ছে ‘মাদকের মা’। এখান থেকেই শুরু হয় মাদক সেবনের প্রথম ধাপ। আরেকটা বিষয়, শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি করায় অনেকেই প্রকাশ্যে ধূমপান করছে। এতে করে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। আমি বা আমরা চাই, আমাদের সন্তানরা নিরাপদ থাকুক। সুস্থ থাকুক। সুন্দর জাতি গঠনে শিশু-কিশোরদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই সিগারেট বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর কেউ না মানলে আইনের আওতায় আনা হবে।