কবরস্থানে পুঁতে রাখা পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ

কবরস্থানে পুঁতে রাখা পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে পারিবারিক কবরস্থানের বাউন্ডারি দেয়ালের পাশে পুঁতে রাখা বেশ কিছু পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মঞ্জুরের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে ককটেল বিস্ফোরণের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিস্ফোরিত ককটেলের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ বলছে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের সীমানা প্রাচীরের একটি দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

স্থানীয়রা জানান, আজ ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে ককটেলগুলো আগে থেকে পুঁতে রাখা হয়েছিল; যা বিস্ফোরণ হয়েছে। শব্দ শুনে মনে হয়েছে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেওয়াল ভেঙে গেছে। এমনকি আশপাশের মাটি গর্ত হয়ে উড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ককটেলগুলো কে বা কারা পুতে রেখেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের আলামত দেখে মনে হয়েছে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।