রাজশাহীর সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই
রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ আর নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে হেকমত উল্লাহর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরে হাসপাতাল থেকে তার বাবার লাশ মহানগরীর মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয় এবং এশার নামাজের পর মহানগরীর টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।