রংপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, উৎসের সন্ধানে নেমেছে গোয়েন্দা সংস্থা
রংপুর নগরীর দর্শনা শুঁটকির মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত মধ্যরাতে এসব উদ্ধার করা হয়েছে বলে তাজহাট থানা পুলিশ সূত্র জানিয়েছে।
যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা শুঁটকির মোড় এলাকায় একটি বাউন্ডারি ঘেরা বাগানের ভেতর এগুলো লুকিয়ে রাখা ছিল। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাজাহান আলী অস্ত্র উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুরে এত বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এর আগে উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।
দুটি সাদা প্লাস্টিকের বস্তায় এসব বিশেষ কায়দায় প্যাকেট করা অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো কোথা থেকে কারা নিয়ে সেখানে রেখেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। তবে পুলিশের ধারণা- নাশকতার কাজে লাগানোর জন্য কোনো সন্ত্রাসীগোষ্ঠী এসব মজুত করে রেখেছিল।
এ নিয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনুসন্ধানে নেমেছে। এই অস্ত্র কোথা থেকে এনে কারা মজুত করেছে এবং উদ্দেশ্য কী ছিল এবং দায়ীদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।