বন্ধ হওয়ার আগেই ব্যাংকে ঢুকে বসে ছিল যুবক, অতঃপর...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় শহিদুল হক নামে এক যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
বন্ধ হওয়ার আগেই ব্যাংকে ঢুকে বসে ছিল ওই যুবক। নাইটগার্ড হোটেলে খেতে গিয়ে ব্যাংকের ভেতরে লাইট জ্বলতে দেখে কর্মকর্তাদের জানান। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে ব্যাংকের ভেতর থেকে তাকে ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়।
আটককৃত শহিদুল হকের (২৯) বাড়ি ভজনপুর ইউপির সারাপিগজ এলাকায়। তিনি ওই এলাকার শুকুরু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ব্যাংক বন্ধ হওয়ার আগেই আটককৃত শহিদুল ব্যাংকের ভেতর ঢুকে ওতপেতে ছিল বলে জানা গেছে। রাতের খাবারের জন্য ব্যাংকের নাইট গার্ড ব্যাংকসংলগ্ন নিচের একটি খাবার হোটেলে যান। এর কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে লাইট জ্বলতে দেখতে পান। এ সময় তার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংক ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশকে মোবাইল ফোনে জানান।
পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়; যা দিয়ে ওই যুবক ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা করেছিল।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উল্লেখ করেন।