উজানে ভারত থেকে নেমে আসা ঢলে আবারো তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গঙ্গাচড়া উপজেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে । তলিয়ে গেছে ধান ও সবজি খেত। লক্ষীটারী, কোলকোন্দ, নোহালী, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নের নিচু এলাকার প্রায় ৪০০ পরিবার এখন পানিবন্দি।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় গঙ্গাচড়ার উজানের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা কমে বিপৎসীমা (৫২.১৫ সে.মি.) ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যা সকাল ৬ টায় বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।