সাবেক ডিসি সুলতানাকে কারাগারে পাঠানো ‘কুড়িগ্রামের টক অব দ্য টাউন’
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা। আলোচিত এ ঘটনা এখন কুড়িগ্রামে টক অব দ্য টাউন।
হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন গত ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ কুড়িগ্রাম সদর থানায় অপহরণ এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন।
দীর্ঘদিন পর সম্প্রতি ৪ জন আসামির নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে ওয়ারেন্ট ইস্যু করেন। পরে সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান।
998119