বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরা পালনে আসা মুসল্লিদের ভোগান্তি কমাতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব। হজ ও ওমরা মন্ত্রণালয়ের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে “নুসুক ওমরা” নামের বিশেষ অনলাইন সেবা।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরা ভিসার আবেদন করতে পারবেন। একইসঙ্গে ভিসা, আবাসন, পরিবহনসহ ভ্রমণ সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে অনলাইনে বুক করা যাবে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরা সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় সেবা নিশ্চিত করা। ২০ আগস্ট ঘোষিত এই সেবাটি পাওয়া যাবে UmrahNusk.com ওয়েবসাইটে।
“নুসুক ওমরা” আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। প্ল্যাটফর্মটিতে সহজবোধ্য ইন্টারফেস রয়েছে এবং এটি বিভিন্ন ভাষায় সাপোর্ট করে। পাশাপাশি সরকারি সিস্টেমের সঙ্গে সমন্বিত হওয়ায় মুসল্লিরা বিভিন্ন পেমেন্ট অপশনের মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন।
হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মুসলিমকে আতিথ্য জানানো এবং হজ-ওমরা যাত্রাকে আরও আধুনিক ও মানসম্মত করা।
তবে নতুন নিয়মে ব্যয় অনেক বেড়েছে বলে অভিযোগ করেছেন অনেক মুসল্লি। বিশেষ করে যারা আত্মীয়স্বজনের বাসায় থেকে কিংবা স্থানীয় পরিবহন ব্যবহার করে খরচ কমাতেন, তাদের জন্য ওমরা এখন কঠিন হয়ে উঠেছে। চলতি জুলাইয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে অনেক যাত্রী জানান, ভিসা নিতে হলে আগে থেকেই আবাসন ও পরিবহনের অর্থ জমা দিতে হচ্ছে। এতে নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য ওমরা পালনে বাড়তি চাপ তৈরি হয়েছে।