ওমরাহ যাত্রীদের জন্য নতুন সুখবর দিল সৌদি আরব: সরাসরি অনলাইনে ভিসা

ওমরাহ যাত্রীদের জন্য নতুন সুখবর দিল সৌদি আরব: সরাসরি অনলাইনে ভিসা

সৌদি আরব সরকার ওমরা যাত্রীদের জন্য নতুন অনলাইন সেবা চালু করেছে। এখন থেকে বিদেশি মুসল্লিরা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ভিসা, হোটেল বুকিং, পরিবহন ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।

এই সেবাটি “নুসুক ওমরা প্ল্যাটফর্ম”–এর মাধ্যমে চালু করা হয়েছে। প্ল্যাটফর্মে লগইন করে ভিসা আবেদন, থাকার জায়গা নির্বাচন, যাতায়াত ব্যবস্থা বুকিংসহ প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে। ফলে পূর্বের মতো এজেন্ট বা দালালের উপর নির্ভর করতে হবে না।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থার লক্ষ্য হলো মুসল্লিদের জন্য ওমরা যাত্রা সহজ ও নিরাপদ করা। এতে সময় বাঁচবে, ঝামেলা কমবে এবং ভ্রমণ পরিকল্পনা আরও স্বচ্ছ হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সেবার কারণে ভিসা ও অন্যান্য খরচ কিছুটা বেড়েছে। এতে স্বল্প আয়ের মানুষদের জন্য ওমরা যাত্রা আগের তুলনায় ব্যয়বহুল হতে পারে।

উল্লেখ্য, সৌদি সরকার এর আগে পর্যায়ক্রমে ওমরা ভিসার প্রক্রিয়ায় ডিজিটাল ব্যবস্থা চালু করেছিল। এবার সরাসরি অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত হওয়ায় বিশ্বজুড়ে মুসল্লিরা আরও সহজে মক্কা ও মদিনা সফরের সুযোগ পাবেন।