জুমার দিন সপ্তাহের সব থেকে ফজিলতপূর্ণ দিন। এই দিন সম্পর্কেপবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমা, আয়াত : ৯-১০)
বিভিন্ন হাদিসে জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, রাসুল (সা.) ইরশাদ করেন— সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এই দিনেই তাকে তা থেকে বের করা হয়। আর এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। (আবু দাউদ, হাদিস : ৯৬১)
জুমার দিন গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত আছে।প্রত্যেকের উচিত জুমার দিন আগে আগে মসজিদে গিয়ে ঠিকমতো নামাজ পড়া।
আজ শুক্রবার ২২ আগস্ট, ২০২৫ (০৭ ভাদ্র, ১৪৩২ বাংলা, ২৭ সফর, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
বিয়োগ
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন