সিরাত অলিম্পিয়াডে বিজয়ীদের ১০ লাখ টাকার পুরস্কার দিলেন আজহারী
হাসানাহ ফাউন্ডেশন আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ হাজার প্রতিযোগীর মধ্যে তিনটি গ্রুপে ৩০ জন বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক গ্রুপে ওমরাহ প্যাকেজ, ল্যাপটপ, ট্যাব, ক্রেস্ট, সার্টিফিকেট, মূল্যবান বই, প্রাইজমানিসহ প্রায় দশ লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’ সম্পর্কে হাসানাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, এর মাধ্যমে হাসানাহ ফাউন্ডেশনের পরিকল্পনায় থাকা অসংখ্য প্রজেক্টের ছোট্ট একটি সূচনা হলো মাত্র।
আরও পড়ুন
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা বিজয়ী হতে পারেননি, তাদেরকেও অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা এবং আমাদের অনাগত সব আয়োজনে নতুন উদ্যমে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাই।
নতুন প্রজন্মকে রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হাসানাহ ফাউন্ডেশন এ-ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এনটি